,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

গোলাপগঞ্জের পাঁচমাইলে বিদ্যুতের দাবিতে সড়ক অবরোধ

লাইক এবং শেয়ার করুন

গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জ উপজেলার পাঁচমাইল এলাকায় নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে সড়ক অবরোধ করে স্থানীয় জনতা। বৃহস্পতিবার সন্ধ্যার আগ থেকে করা অবরোধ   ৪ ঘন্টা স্থায়ী হয়। এ সময় সড়কের উভয় পাশের দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। রাত ৯ টার পরে গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম ফজলুল শিবলী’র হস্তক্ষেপে অবরোধকারিরা সড়ক অবরোধ প্রত্যাহার করেন।

গত কয়েকদিন থেকে পল্লীবিদ্যুৎ সমিতি সিলেট-১ বিদ্যুৎ সরবরাহে চরম বিঘ্নঘটে । গত ৭২ ঘন্টার মধ্যে এক ত্রিতীয়াংশ সময় গোলাপগঞ্জ উপজেলায় বিদ্যুৎ ছিল না। দিনে- রাতে বিদ্যুতের চরমমাত্রায় লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে গোলাপগঞ্জ উপজেলার সিলেট- জকিগঞ্জ সড়কের পাঁচমাইল এলাকায় স্থানীয় জনতা বিকাল থেকে সড়ক অবরোধ করে। গোলাপগঞ্জ থানার ওসি একেএম ফজলুল হক শিবলী বলেন, পল্লীবিদ্যুৎ কর্তৃপক্ষের সাথে এ বিষয়ে গুরুত্ব দিয়ে আলোচনা করা হবে জানিয়ে অবরোধকারিদের আশ্বস্থ করায় তারা অবরোধ তুলে নেয়।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

আরও অন্যান্য সংবাদ