,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

জাতীয়পার্টি পরিচয় দিলে গ্রেফতার, গৃহপালিত কেউ থানায় ঢুঁকবে না

লাইক এবং শেয়ার করুন

বগুড়া প্রতিনিধি: জাতীয় পার্টির নেতারা থানায় ঢুঁকতে পারবে না। সন্ধ্যার পর থানা বা শহর এলাকায় গৃহপালিত দলের কাউকে দেখা গেলে গ্রেফতার করা হবে। নিজেদের প্রতিদিনের কর্ম শেষে বাড়িতে থাকলেই ভাল। একসাথে একধিক নেতাকর্মীথাকলে দেখা মাত্র গ্রেফতারের পর সন্ত্রাসিদের তালিকায় নাম উঠবে। গৃহপালিত দলের পরিচয়ে কেউ থানায় আসতে পারবে না। বগুড়া জেলার নন্দীগ্রাম থানার ওসি আব্দুর রাজ্জাক প্রকাশ্যে এমন্তব্য করেন। জাতীয়পার্টির(এরশাদ) স্থানীয় নেতাকর্মীদের ডেকে এনে থানার শালিসকক্ষে সাংবাদিকদের উপস্থিতিতে ওসি আব্দুর রাজ্জাক জাপা নেতাকর্মীদের সতর্ক করে উপরোক্ত কথাগুলো বলেন। এসময় নন্দীগ্রাম শহর জাপার সদস্য সচিব নজরুল ইসলাম, যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ, উপজেলা যুব সংহতির আহবায়ক মোস্তফা কামাল, পৌর আহবায়ক সুমন আহমেদ, যুগ্ম আহবায়ক সোহেল রানা, রাকিব, মাসুদ, বাপ্পি, এরশাদ সহ অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত থাকলেও কেউ প্রতিবাদ করার সাহস পায়নি। জেলা জাতীয়পার্টির সভাপতি ও উপজেলা সভাপতি হাজী নুরুল আমিন বাচ্চু বলেন, ঘটনাটি সত্য। একজন থানার ওসির কাছে আমরা এমনটি আশা করিনি। এর জবাব দিতে হবে।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

আরও অন্যান্য সংবাদ