,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

আওয়ামীলীগের সভায় নেতা-নেত্রীর ছড়াছড়ি : সভাস্থল শূন্য

লাইক এবং শেয়ার করুন

নেতা আছেন, নেত্রী আছেন শুধু কর্মী নেই। বগুড়া বড়াইল ইউপি নির্বাচনে দলীয় মনোনীত চেয়ারম্যান প্রার্থী আশরাফ আলীর পক্ষে নৌকা প্রতীকে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয় শনিবার বিকালে বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার বুড়াইল ইউনিয়নের ধুন্দার হাইস্কুল এন্ড কলেজ মাঠে। সভার প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি জাহেদুর রহমান। সভার চিত্র এমনটাই ছিলো সেখানে নেতা আর নেত্রীর সমাগম, কর্মীরা যেন জানেনই না কিংবা নাক ডেকে যে যার বাড়িতে ঘুমোচ্ছিলেন।

খোলা আকাশে পাখ পাখালির সাথেই যেন নিজেদের কর্মকথা ভাসিয়ে দেন নেতা-নেত্রীরা। বক্তব্য রাখেন, সাবেক সাধারন সম্পাদক শফি উদ্দিন, ফকির মজিবর, জেলা যুবলীগের সহ-সভাপতি রেজাউল আশরাফ জিন্নাহ, পৌর আওয়ামীলীগ সম্পাদক মুকুল হোসেন, উপজেলা যুবলীগ সভাপতি দুলাল চন্দ্র, সাধারন সম্পাদক মাহামুদ আশরাফ মামুন। এতে আরও বক্তব্য রাখেন, উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক শফিকুল ইসলামসহ ইউনিয়ন ও ওয়ার্ডের আওয়ামীলীগ-যুবলীগ-কৃষকলীগ নেতৃবৃন্দ।Ashraf Ali. Bogra.01সাধারন মানুষ এমন দৃশ্যের বিশ্লেষণ করে বলেন, অযোগ্য নেতা নির্বাচনই হলো কর্মী শুন্য জনসভা। দলীয় লবিং ধরেই কিছু কিছু নেতা-নেত্রী দলীয় প্রতীকে মনোনীত হয়েছেন। কথায় বলে জোর যার মুল্লুক তার ঠিক তেমন। অনেক প্রবীন ব্যক্তি বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে বলেন, দেশ কোন পালে ভাসছে সেটাই বুঝতে পারছি না। চাপাতি দিনে দিনে ভয়ঙ্কর হয়ে উঠছে। সর্বশেষ এমবাস্থা নিরশনে সরকারকে নিজের দলের প্রতি নজর এবং সাধারন মানুষকে নিজের মানুষ হিসেবে বিবেচনা করতে বলেন।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

আরও অন্যান্য সংবাদ