,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

নাটোরে গুরুদাসপুর থেকে রাজশাহীর চারঘাট অভিমুখে শতাধিক নৌকা নিয়ে “নৌকা লংমার্চ শুরু”

লাইক এবং শেয়ার করুন

সাইফুল ইসলাম, নাটোর  প্রতিনিধি # নদী বাঁচাও-চলনবলি বাঁচাও’ এই শ্লোগান নয়িে নাটোরে গুরুদাসপুর থকেে রাজশাহীর চারঘাট অভমিুখে নৌকা লংর্মাচ শুরু হয়ছে।  বুধবার সকাল ১০টায় গুরুদাসপুররে রসুনহাট ঘাটে নৌকা লংর্মাচরে উদ্ধোধন করনে গুরুদাসপুর পৌরসভার ময়ের শাহনওেয়াজ আলী মোল্লা। এসময় নৌকা লংর্মাচরে আহবায়ক এমদাদুল হক মোল্লা, গুরুদাসপুর নদী রক্ষা আন্দোলন কমটিরি সভাপতি অধ্যাপক আতাহার আলী, সক্রেটোরী মজবির রহমান সহ অন্যান্যরা উপস্থতি ছলিনে।

নৌ লংবর্মাচে চলনবলি অঞ্চলরে নদী রক্ষা কমটিি সহ অন্তত ৩২টি সংগঠনরে শতাধকি নৌকা অংশ গ্রহন কর। পরে নৌ লংর্মাচটি দুপুরে বাগাতপিাড়া উপজলোর বড়াল নদীর আট ঘড়য়িা স্লুইচগটে এলাকায় সমাবশে কর। এসময় সমাবশেে বক্তারা বলনে, রাজশাহীর পদ্মা নদীর চারঘাট এলাকায় বড়াল নদীর অভমিুখে স্লুইচগটে দয়িে পানি প্রবাহ বন্ধ করে দওেয়া হয়ছে। যার কারনে চলনবলি অঞ্চলরে আত্রাই, গুমানী, নন্দকুঁজাসহ ছোট বড় ৩০টি নদী ও জলাশয় মরে যাচ্ছ। এছাড়া  শুষ্ক মৌসুমে পানরি স্তর নচিে নমেে যাওয়ায় পানি সংকটরে কারনে বলি অঞ্চলরে কৃষতিে উৎপাদন ব্যাহত হচ্ছ। এছাড়া এ অঞ্চলরে মালামাল বহনরে যোগাযোগ মাধ্যম নৌপথ হলওে এখন তা বন্ধ হওয়ায় পরবিহন খরচ বড়েে গছে। তাই অবলিম্বে নদীর নাব্যতা ফরোতে দ্রুত স্লুইচ গটে ও ব্রীজ অপসারন না করা হলে বৃহত্তর আন্দোলন ঘোষনা করা হবে জানান বক্তারা।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

আরও অন্যান্য সংবাদ