,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

নাটোরের নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মত বিনিময় সভা

লাইক এবং শেয়ার করুন

সাইফুল ইসলাম, নাটোর প্রতিনিধি # নাটোরের নবাগত জেলা প্রশাসক শাহীনা খাতুনের সাথে স্থানীয় সাংবাদিকদের পরিচিতি ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় সরকার উপ-পরিচালক এনামুল হক ও নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ মনিরুজ্জামান ভুইয়া উপস্থিত ছিলেন। মত বিনিময়কালে জেলা প্রশাসক স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের কাছ থেকে নাটোরের উন্নয়নে সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে ধারণা নেন।

তিনি নাটোরের উন্নয়নে তার নাটোরে অবস্থানকালের প্রতিটি ক্ষণ ব্যায় করার সদিচ্ছা প্রকাশ করেন। তিনি সকল ক্ষেত্রে সমস্যা দূরীকরণে ব্যবস্থা নেওয়া আশ্বাস দেন। এ ছাড়া কাজগুলো সুষ্ঠুভাবে সম্পাদন করতে তিনি স্থানীয় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। মত বিনিময়কালে সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন নাটোর প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম রেজা, সেদরুল হুদা ডেভিড, রনেন রায়, হালিম খান, আল মামুন, ইসাহাক আলী প্রমুখ। মতবিনিময় সভায় নাটোরে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সকল সাংবাদিক উপস্থিত ছিলেন।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

আরও অন্যান্য সংবাদ