,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

চলনবিল এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান ২টি সুতিজাল ও ৫টি বাঁশের বেড়া উচ্ছেদ

লাইক এবং শেয়ার করুন

সাইফুল ইসলাম, নাটোর প্রতিনিধি # সর্ববৃহৎ বিলাঞ্চল নাটোরের সিংড়ার চলনবিল ও আত্রাই নদীর অবৈধ সুতিজাল এবং বাঁশের বেড়া উচ্ছেদে ঝটিকা অভিযান চালিয়েছেন স্থানীয় প্রশাসন। অভিযানে ২টি সুতিজাল ও ৫টি বাঁশের বেড়া উচ্ছেদ করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাহিদুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত বৃহস্পতিবার দিনভর এই অভিযান চালান।  

সিংড়া উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাহিদুল ইসলাম জানান, মৎস্য ভান্ডার খ্যাত চলনবিলে প্রতি বছরের ন্যায় চলনবিলের আত্রাই নদী এলাকার অবৈধ সুতিজাল ও বাঁশের বেড়া উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আত্রাই নদীর কালিনগর, নূরপুর, কতুয়াবাড়ী ও চলনবিলের বিভিন্ন এলাকা থেকে ২টি সুঁতিজাল ও ৫টি বাঁশের স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানে উপজেলা মৎস্য কর্তকর্তা ও সিংড়া থানার উপ-পরিদর্শক আবু তাহের সহ পুলিশ সদস্য এবং বেশ কিছু সংখ্যক শ্রমিক অংশ নেন।

প্রশাসনের এই অভিযানকে অভিনন্দন জানিয়ে চলনবিলের জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান জানান,বাঁশের বেড়া দিয়ে ও অবৈধ সুতিজালের ফাঁদ পেতে চলনবিলে ও আত্রাই নদী থেকে অবাধে মাছ শিকার চলছে। এতে মাছের পাশাপাশি কাঁকড়া, শামুকসহ নানা জলজ প্রাণী আটকা পড়ছে। ফলে নৌযান চলাচলে বিঘœ ঘটছে এবং জীববৈচিত্র্য ও প্রাকৃতিক ভারসম্য নষ্ট হচ্ছে।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

আরও অন্যান্য সংবাদ