,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

চলনবিলে নৌকা ভ্রমনের নামে অনৈতিক কার্যকলাপ ৩ বাজারী মেয়েসহ ৬ যুবকের কারাদন্ড

লাইক এবং শেয়ার করুন

সাইফুল ইসলাম, সিংড়া (নাটোর) প্রতিনিধি # চনলবিলের সিংড়ায় নৌকা ভ্রমনের নামে বাজারী মেয়ে নিয়ে নৌকায় অনৈতিক কার্যকলাপের অপরাধে ৬ যুবকের কারাদন্ড দিয়েছে ভাম্যমান আদালত। এসময় ৩ বাজারী যুবতীর অর্থদন্ড দেয়া হয়েছে। সিংড়া থানার এস আই প্রদীপ কুমার জানান, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে চলনবিলের সাতপুকুরিয়া এলাকার একটি শ্যালো নৌকায় অভিযান চালিয়ে নগ্ন নাচরত অবস্থায় ৩ বাজারী যুবতীসহ ৬ যুবককে আটক করা হয়।

পরে বিকেলে সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহেদুল ইসলাম আটককৃত ওই ৬ যুবকের প্রত্যেককে ৭ দিন সশ্রম কারাদন্ড ও ২ হাজার টাকা করে অর্থদন্ড প্রদান করেন। এবং ৩ বাজারী যুুবতীর প্রত্যেককে ২ হাজার টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়। আটককৃত যুবকেরা হলো, নন্দ্রীগ্রাম উপজেলার রনবাঘা গ্রামের আলহাজ্ব (৩৫), রনি (৩০), আলম (৩০), সাদ্দাম (২৫) ও সিংড়া উপজেলার বিবির আধঘোলা গ্রামের সানোয়ার (২৮), স্বপন আলী (২৭)। আটককৃত যুবতীরা হলো নাটোর মলিঘাটীর পপি (২৮), পাখি (২০) ও দোলা (২০)।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

আরও অন্যান্য সংবাদ