,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

নাটোরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত

লাইক এবং শেয়ার করুন

সাইফুল ইসলাম, নাটোর প্রতিনিধি # জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে নাটোরে জেলা পর্যায়ের সাংবাদিকদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল তিনটায় সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। সিভিল সার্জন অফিস আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাঃ আজিজুল ইসলাম। কর্মশালায় ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানোর উপকারীতা সম্পর্কে আলোকপাত করে বক্তব্য রাখেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সার্ভিলেন্স মেডিক্যাল অফিসার ডাঃ সারোয়ার জাহান সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডাঃ এস এম ফেরদৌস প্রমুখ।

কর্মশালায় বলা হয় এবার জেলায় এক হাজার ৩৮৮কেন্দ্রের মাধ্যমে ৬ থেকে ১১ মাস বয়সের ২২হাজার ৮২৫ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সের দুই লাখ ১৩হাজার ৮০৬ জন শিশুকে লাল রঙের একটি করে ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে। কর্মশালায় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৩০জন সাংবাদিক অংশ নেন।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

আরও অন্যান্য সংবাদ