,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

সিংড়ায় দুই বছরের শিশু ধর্ষনের শিকার !

লাইক এবং শেয়ার করুন

সাইফুল ইসলাম, নাটোর প্রতিনিধি # নাটোরের সিংড়ায় দুই বছরের এক শিশু ধর্ষনের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুরে সিংড়া উপজেলার কৈডালা গ্রামে মতিউর নামে (১৭) প্রতিবেশী এক ভ্যানচালক  কিশোর শিশুটিকে ধর্ষন করে বলে শিশুর পরিবারের অভিযোগ। বর্তমানে শিশুটি নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শিশুর পরিবার ও হাসপাতাল সুত্রে জানাযায়, সিংড়া উপজেলার কৈডালা গ্রামে দিনমজুর আব্দুল গফুরের শিশু কন্যা (গোলাপী) সহ তিন শিশুকে গত বৃহস্পতিবার দুপুরে প্রতিবেশী ঘোরা মিয়ার (ঘোরা পাগলা) ছেলে ভ্যান চালক মতিউর বেড়ানোর কথা বলে তার ভ্যানে উঠিয়ে পাশের এক জঙ্গলে নিয়ে যায়। সেখানে ভ্যান গাড়িতে দুই শিশুকে বসিয়ে রেখে গফুরের শিশু কন্যাকে নিয়ে ফড়িং ধরার কথা বলে জঙ্গলের মধ্যে রাখা খড়ের গাদায় নিয়ে ধর্ষন করে। 

এসময় ভ্যান রিক্সায় বসিয়ে রাখা ওই দুই শিশু গোলাপীকে ডাকতে গিয়ে ঘটনা দেখতে পেয়ে চিৎকার শুরু করলে মতিউর পালিয়ে যায়। খবর পেয়ে পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে প্রথমে সিংড়া হাসপাতালে ভর্তি করে। পরে তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আবুল কালাম আজাদ শিশুটি ধর্ষিত হওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটির শরীরের স্পর্শকাতর স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। সিংড়া থানার ওসি নাসির উদ্দিন মন্ডল জানান, এবিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। তবে ঘটনাটির খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

আরও অন্যান্য সংবাদ