,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

তীব্র তাপদাহে পুড়ছে পাঁচবিবি, পানি নেই গভীর ও অগভীর নলকুপে

লাইক এবং শেয়ার করুন

তোহা আলম প্রিন্স ॥ পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি # জয়পুরহাটের পাঁচবিবিতে দীর্ঘদিনথেকে বৃষ্টির কোন দেখা নেই, প্রখর রোদ তীব্র তাপদাহ। এলাকাঘুড়ে জানাগেছে উপজেলার সবত্রই পানির স্তর নিচে নেমে যাওয়ায় উঠছেনা গভীর ও অগভীর নলকুপে পানি। আর এরই সঙ্গে পাল্লা দিয়ে উপজেলায় চলছে ভয়াবহ বিদ্যুতের লোড শেডিং। সব মিলিয়ে বিপর্যস্ত হয়ে পরেছে প্রাণীকুল। পানির অভাবে নষ্ট হচ্ছে বোরো ফসল। উল্লেখ্য জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলায় দীর্ঘ দিন থেকে ভারী বর্ষণ নেই, প্রতিদিন প্রখর রোদ তীব্র তাপদাহের সংঙ্গে বইছে লু-হাওয়া, সঙ্গে প্রতিদিন বিদ্যুতের লোডশেডিং এ জন জীবন প্রায় অতিষ্ঠ।

কাঙ্খিত বৃষ্টি না হওয়ায়  উপজেলার বিভিন্ন এলাকার পুকুর জলাশয় শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। তীব্র তাপদাহে কারনে পুকুর ও জলাশয়ের পানি গমর হয়ে মরছে নানা প্রজাতির মাছ। এদিকে পানির স্তর সবচেয়ে নিচে নেমে যাওয়ায় গভীর, অগভীর নলকুপ বাসা বাড়ীর টিউবওয়েল গুলোতে পানি না উঠায় চরম দূভোগে পরেছে ইরি-বোরো চাষ থেকে শুরু করে বাসা বাড়ির মানুষ। পানির অভাবের উপজেলার বিভিন্ন মাঠে কৃষকের চাষ কৃত পাট, আখ সহ বিভিন্ন ফসল নষ্ট হতে শুরু করেছে। রোদ আর তীব্র তাপদাহে কারণে চলছে কয়েকদিন থেকে ভ্যাকসা গরম।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

আরও অন্যান্য সংবাদ