,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

ভালুকায় পিকআপ চাপায় ৪ মিল শ্রমীক নিহত

লাইক এবং শেয়ার করুন

আবুল বাশার শেখ, ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ডিউটি শেষে ঘরে ফেরা হলোনা ৪ মিল শ্রমীকের। নিয়ন্ত্রনহারা পিকআপ কেড়ে নিল তাদের জীবন। ঘটনা মঙ্গলবার (১ নভেম্বর) ভোর সাড়ে ৬টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাঁঠালী নামকস্থানে।
জানা যায়, রাসেল স্পিনিং মিলের রাতের শিফটে ডিউটি শেষ করে বাসায় ফেরার যানবাহনের জন্য মিলের সামনে অপেক্ষমান ১০/১২ জন শ্রমীকদের উপর ময়মনসিংহগামী একটি পিকআপ (ঢাকা- মেট্টো- ন-১৮- ৮৩৫৫) এর চালক নিয়ন্ত্রন হারিয়ে উঠিয়ে দিলে ঘটনাস্থলেই রাসেল মিলের শ্রমীক উপজেলার কঠালী গ্রামের হারুন শিকদারের ছেলে আনোয়ার হোসেন (১৮) ও একই গ্রামের নূরুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম(২২) এর মর্মান্তিক মৃত্যু হয়। হাসপাতালে নেয়ার পথে মামারিশপুর গ্রামের রমিজ উদ্দিনের স্ত্রী আমেনা খাতুন (৩৫) ও পারভেজ মারা যান। এ সময় আরও ৭ শ্রমীক আহত হন। আহতদের মধ্যে আশংকা জনক অবস্থায় মিল শ্রমিক আছমা, আনিছ, ফরহাদ, ওলি, এনমুল হক ও ড্রাইভার সুজাতকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভালুকা মডেল থানার ওসি তদন্ত হযরত আলী জানান, দূর্ঘটনায় ৪ শ্রমীক নিহত হয়েছে। নিহতদের পরিবার বিনা ময়না তদন্তে লাশ দাফনের আবেদন করলে তাদের কাছে লাশগুলো হস্তান্তর করা হয়েছে। ঘাতক পিকআপটি উদ্ধার করে হাইওয়ে থানায় রাখা হয়েছে।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

আরও অন্যান্য সংবাদ