,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

ভালুকায় অটোবাইক চাপায় ১শিশু নিহত

লাইক এবং শেয়ার করুন

ভালুকা (ময়মনসিংহ)প্রতিনিধি # গতকাল (২নভেম্বর) দুপুরে ভালুকা-গফরগাঁও সড়কের ভাওয়ালিয়াবাজু নামক স্থানে অটো-বাইক চাপায় নুরজাহান নামে ৭বছরের শিশু  নিহত হয়েছে । সে ওই গ্রামের মোঃখাদেমূল ইসলামের কন্যা বলে জানা যায় । হাসপাতাল সুত্রে জানাযায়,বুধবার দুপুরে উপজেলার ভাওয়ালিয়া বাজু গ্রামের খাদেমুলের কন্যা নুরজাহান বাড়ীর পাশে একটি দোকানে যাওয়ার পথে ভালুকা-গফরগাঁও সড়কে তাকে একটি ব্যাটারী চালিত অটোবাইক চাপায় দেয় । স্থানীয়রা আহতবস্থায় ভালুকা উপজেলা সদর হাসপাতালে আনাহলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

আরও অন্যান্য সংবাদ