,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

ভালুকায় ট্রাক-বাসের সংঘর্ষে আহত-৪

লাইক এবং শেয়ার করুন

ভালুকা প্রতিনিধি: ভালুকা উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহা সড়কের ভরাডোভা,নিশিন্দা নামক স্থানে বুধবার(২৭জুলাই)ভোর রাতে ময়মনসিংহগামী বাস ও ঢাকাগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ গুরুতর আহত হয়েছে ৪জন। স্থানীয় ও ফায়ার সার্ভিস সুত্রে জানাযায়-ভোর ৪টার দিকে দুটি গাড়ীর সংঘর্ষে,মানিকগঞ্জ,শিবালয়ের রফিকুল ইসলাম(৩৫),নেত্রকোনার মুনসুর আলী(৫২),ফারুক(৩৪) ও অজ্ঞাত একজনকে গুরতর আহত অবস্থায় ভালুকা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপরদিকে উপজেলার মেহেরাবাড়ী নামক স্থানে ভোরে অজ্ঞাত(৪২)এক ব্যাক্তিকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে খবর দিলে ফায়ার সার্ভিস মুমুর্ষ অবস্থায় ভালুকা হাসপাতালে প্রেরণ করেছে।

আহত ব্যাক্তির পরিচয় জানাযায়নি বলে জানান এসআই আ: হান্নান। ভালুকায় বসতবাড়ীতে আগুন ভালুকা প্রতিনিধি: ভালুকা উপজেলার হবিরবাড়ী সিডষ্টোর বাজার এরাকার ব্যাবসায়ী সবুজ মিয়ার বাড়ীতে রাত সারে ৩টার দিকে আগুন লাগলে ভালুকা ফায়ার সার্ভিসকে খবর দিলে রেজাউল করিমের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে এসে আগুন নেভাতে সক্ষম হয়।গ্যাসের লাইনে লিক হওয়ায় আগুনের সুত্রপাত হয় বলে ফায়ার সার্ভিস মারফত জানাযায়।তৎক্ষনাত ক্ষয়ক্ষতির পরিমান জানাযায়নি।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

আরও অন্যান্য সংবাদ