,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

কাউখালীতে ৬ ইউপি সদস্যের শপথ

লাইক এবং শেয়ার করুন

কাউখালী (পিরোজুর) প্রতিনিধি # পিরোজপুরের কাউখালীতে সদ্য সমাপ্ত ইউনিয়ন পরিষদের স্থগিত হওয়া ও শুন্য আসনের নির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমাবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে শপথ বাক্য পাঠন করান উপজেলা নির্বাহী অফিসার লাবনী চাকমা। এ সময় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এসএম আহসান কবীর, আমরাজুড়ী ইউপি চেয়ারম্যান শেখ সামছুদ্দোহ চাঁন, সয়ান রঘুনাথপুর ইউপি চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মুন প্রমুখ। স্থগিত হওয়া সয়না রঘুনাথপুর ইউনিয়নের সাধারণ আসনের সদস্য আমানউল্লাহ, ফিরোজ খান ও সংরক্ষিত ফাহিমা খানম, চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়েনের সাধারণ আসনের সদস্য আব্দুল আলিম ও সংরক্ষিত রুপিয়া বেগম। শুন্য আসনে আমরাজুড়ী ইউনিয়নের মোঃ জহিরুল ইসলাম শপথ নেন।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

আরও অন্যান্য সংবাদ