,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

পিরোজপুর জেলা পরিষদের প্রশাসকের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত কাউখালী বন্দর পরিদর্শন

লাইক এবং শেয়ার করুন

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি # পিরোজপুরের কাউখালীর অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত বন্দর পরিদর্শন করেছেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ মো. শাহ অলম। গতকাল রোববার সকালে তিনি ভস্মীভুত দোকান পরিদর্শনে গেলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা তাকে ঘটনার বিবরন দেন। এসময় ব্যবসায়ীরা জানান স্থানীয় ফায়ার সার্ভিসের মেশিন (পাম্প) ভাল না থাকায় ও পার্শবর্তী খালটি ভরাট হয়ে যাওয়ায় প্রয়োজন মত পানি না পাওয়ার কারনে ক্ষয়ক্ষতির পরিমান বৃদ্ধি পেয়েছে। তারা খাল টি পুনঃখননের দাবী জানান।

প্রশাসক জেলা পরিষদের পক্ষ থেকে সম্ভবমত সহায়তা সহ খালটি পুনঃখননের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়ার আস্বাস দেন। এসময় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহ মো. কাইউম, আমড়াজুরি ইউপি চেয়ারম্যান মো. সামসুদ্দোহা চান, উপজেলা যুবলীগের সভাপতি অলোক কর্মকার, আওয়ামী লগি নেতা মনিরুজ্জামান খান উপস্থিত ছিলেন।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

আরও অন্যান্য সংবাদ