,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

কাউখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত শহিদ স্মৃতি বালিকা মাধ্যমিক বিদ্যালয়

লাইক এবং শেয়ার করুন

সৈয়দ বশির আহম্মেদ, কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি ॥ পিরোজপুরের কাউখালীতে কেউন্দিয়া গ্রামের কেউন্দিয়া শহিদ স্মৃতি বালিকা মাধ্যমিক বিদ্যালয়টি প্রবাল বর্ষণে ও ঝড়ে বিশালাকৃতির চারটি গাছ উপরে পড়ে বিদ্যালয়ের সীমান প্রাচীর সম্পূর্ণ ধ্বসে পড়ে ও টিনের ছাউনির একটি শ্রেণিকক্ষের ব্যাপক ক্ষতি ও রাস্তা ভেঙ্গে যায়। ক্ষতিগ্রস্ত বিদ্যালয়টি সোমবার সকালে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার লাবনী চাকমা পরিদর্শন করেন। এসময় তার সঙ্গে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম, প্রধান শিক্ষক মরন কুমার  মন্ডল, বিদ্যালয়ের সাবেক সহ-সভাপতি আঃ লতিফ খসরু, ইউপি সদস্য আনিচুর রহমান, ম্যানেজিং কমিটির সদস্য মনির হোসেন, সাবেক সদস্য নুরুল হুদা চুন্নু ও শিক্ষক বৃন্দ।

পরে বিদ্যালয়ের সাবেক সহ-সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য আনিচুর রহমানের যৌথ উদ্যোগে গাছগুলো অপসারণের উদ্যোগ নেন। এতে স্থানীয় যুবকরা অংশগ্রহণ করেন। উল্লেখ্য উক্ত বিদ্যালয়টি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ঐ গ্রামে যারা শহিদ হয়েছেন তাদের নামকরণে ১৯৭২ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করা হয়। বিদ্যালয়টি বর্তমানে ২ সহ¯্রাধিক ছাত্রী রয়েছে। পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী অফিসার লাবনী চাকমা জরুরী ভিত্তিতে ক্ষতিগ্রস্ত বিদ্যালয়টি সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষককে অবহিত করবেন।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

আরও অন্যান্য সংবাদ