,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

গোলাপগঞ্জে অর্ধগলিত অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার

লাইক এবং শেয়ার করুন

গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে অর্ধগলিত অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির(৩৫) লাশ উদ্ধার করা হয়েছে। সংবাদ পেয়ে গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। গতকাল রোববার গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়ন ও বাঘা ইউনিয়নের মধ্যবর্তী স্থান হেতিমগঞ্জ খালপার খেয়াঘাট অদূরের একটি ইটভাটার পাশে লাশটি পাওয়া যাওয়া।
জানা যায়, সকাল থেকে ইট ভাটায় শ্রমিকরা কাজে ব্যস্ত ছিলেন। এ সময় তাদের নাকে অজানা একটি ঘ্রান আসলে তারা ইট ভাটার ম্যানেজারকে জানান। পরে ইট ভাটার পাশের জলাশয়ে একটি অর্ধগলিত লাশ দেখতে পেলে ইট ভাটার ম্যানেজার মিরিনাল দাশ পুলিশকে খবর দেন। সংবাদ পেয়ে গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁেছ হাত ও গলায় দড়ি বাধা অবস্থায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। প্রাথমিক ভাবে লাশের পরিচয় পাওয়া যায়নি।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) মীর মোহাম্মদ আব্দুর নাসের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

আরও অন্যান্য সংবাদ