,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

যৌবন ফিরে পাচ্ছে টাঙ্গাইলের লৌহজং নদী

লাইক এবং শেয়ার করুন

মোঃ নাজমুল হাসান, টাঙ্গাইল # টাঙ্গাইল শহরের পাশদিয়ে বয়ে যাওয়া লৌহজং নদী অবশেষে তার হারিয়ে যাওয়া যৌবন ফিরে পাচ্ছে।আগামী ২৯ নভেম্বর ২০১৬ তারিখ লৌহজং নদী উদ্ধার কার্যক্রম শুরু করা হবে। মঙ্গলবার (১ নভেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে লৌহজং নদী উদ্ধার কার্যক্রম বিষয়ক সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহিত হয়।জেলা প্রশাসক মোঃ মাহবুব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার জন প্রতিনিধিবৃন্দ, বীরমুক্তিযোদ্ধাবৃন্দ, সকল দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ, সরকারি-বেসরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ, সাংবাদিকবৃন্দ, পরিবেশবাদী সংগঠনসহ বিভিন্ন শ্রেণি পেশার জনগণ সভায় উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় লৌহজং নদী উদ্ধারে সর্বসম্মতিক্রমে কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্তগুলো হলো- আগামী ১৫ নভেম্বর ২০১৬ তারিখের মধ্যে লৌহজং নদীর দুই তীরে বসবাসরত অবৈধ দখলদারদের স্বেচ্ছায় সরে যাওয়া সংক্রান্ত বিজ্ঞপ্তিটি ব্যাপক প্রচার করা। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) টাঙ্গাইল, ও সহকারী কমিশনার (ভূমি)  টাঙ্গাইল সদর, পানি উন্নয়ন বোর্ড এর সাথে সমন্বয়পূর্বক নদীর জায়গা নকশা অনুযায়ী পরিমাপ করে লাল পতাকা টাঙ্গানোর ব্যবস্থা গ্রহণ। সকল শ্রেণি পেশার  জনগণের অংশগ্রহণে উৎসবমূখর পরিবেশে আগামী ২৯ নভেম্বর ২০১৬ তারিখ লৌহজং নদী উদ্ধারে কার্যক্রম শুরু এবং উদ্ধার কার্যক্রম শেষে পর্যায়ক্রমে নদীর দুই তীরে পাঁড় বাধাই করে সৌন্দর্যবর্ধনকারী গাছ লাগানো।

উল্লেখ্য, মাত্র কয়েক বছর আগওে টাঙ্গাইল শহরের পাশদিয়ে বয়ে যাওয়া লৌহজং নদীটি সচল ছিল। নদীতে ছিল প্রচুর মাছ, চলাচল করতো নৌযান।কিন্তু কতিপয় মানুষের অবৈধ দখলের কারনে নদীটি খালে পরিনত হয়। নদীটি উদ্ধারে জেলার সর্বস্তরের জনগন জেলা প্রশাসক মোঃ মাহবুব হোসেনের কাছে দাবী জানায় এবং নদী উদ্ধারে জন-সচেতনতার জন্য মানববন্ধন, লিফলেট বিতরনসহ বিভিন্ন কর্মসুচী পালিত হয়ে আসছে।এছাড়াও লৌহজং নদী উদ্ধারের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও আন্দোলন শুরু হয়।  জনগনের দাবীতে জেলা প্রশাসক নদীটি উদ্ধারের উদ্যোগ গ্রহন করেন।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

আরও অন্যান্য সংবাদ