,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

থামছে না ধলেশ্বরীর ভাঙ্গন কমছে না হাজারও মানুষের দূর্ভোগ!

লাইক এবং শেয়ার করুন

মোঃ নাজমুল হাসান, টাঙ্গাইল।। টাঙ্গাইলে ধলেশ্বরী নদীর পানি বাড়ায় এবং গত কয়েক দিনের টানা বৃষ্টিপাতে  নদী ভাঙ্গনের তীব্রতা বেড়েই চলেছে নাগরপুর ও দেলদুয়ারের দুইটি উপজেলার নদী তীর বর্তী এলাকায়। ইতি মধ্যে নদী গর্ভে বিলিন হয়ছে ২৫ টি বসত বাড়ী, একটি শত বছরের মসজিদ, ঝুঁকিতে রয়েছে ৩ টি শিক্ষা প্রতিষ্ঠানসহ শত,শত একর আবাদি ফসলি জমি।বিশেষ করে জেলার নাগরপুর উপজেলার পুরানো কেদারপুরের ১৫ টি পাঁকা-কাচা বাড়ি সহ একটি বাজার,পাকা রাস্তা নদী গর্ভে বিলিন হয়েছে।

এ ছাড়াও নাগরপুর উপজেলার নন্দ্রপাড়া, ঘূর্ণি,পং বরটিয়সহ বেশ কিছু এলাকা ভাঙ্গনের মুখে পড়েছে।এ দিকে দেলদুয়ার উপজেলার লাউহাটি ইউনিয়নের  নদী তীর বর্তী এলাকা ভাঙ্গন দেখা দিয়েছে।ভাঙ্গন কবোলিত এলাকায় রাস্তাঘাট ভেঙ্গে যাওয়ায় দূর্ভোগে পড়েছে হাজারও মানুষ।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

আরও অন্যান্য সংবাদ