,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

ধলেশ্বরী নদীতে পানি বাড়ার সাথে সাথে তীব্র নদী ভাঙ্গনের কবলে টাংগাইলের ৩০টি গ্রাম

লাইক এবং শেয়ার করুন

মোঃ নাজমুল হাসান, টাংগাইল # পানি বাড়ার সাথে সাথে ভংঙ্কর আকার ধারণ করেছে ধলেশ্বরী নদী। এতে তীর্ব্র ভাঙ্গনের কবলে পড়েছে টাংগাইলের নাগরপুর ও দেলদুয়ার  উপজেলার প্রায় ৩০ গ্রাম।নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে শত,শত বসত,বাড়িসহ ফসলী জমি, ঝুঁকিতে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। সরেজমিনে দেলদুয়ার উপজেলার লাউহাটি ইউনিয়ন এবং নাগরপুুর উপজেলার মোকনা  ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে  নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে ঘর,বাড়ীসহ ফসলী জমি।লাউহাটি ইউনিয়নের পাচুরিয়া,সল্প লাড়ুগ্রাম,মোকনা ইউনিয়নের পংবরটিয়া,ঘূণি কাজীবাড়ি, গ্রাম প্রায় নিঃশেষ হয়ে গেছে। এছাড়াও ভাঙ্গনের মুখে পড়েছে কাতুলি, ঘুনাপাড়া,পাহাড়পুর,দিঘিলিয়া,লাড়ুগ্রাম,ডামখন্ডসহ আরো ইত্যাদি গ্রাম।বসত,বাড়ী হারিয়ে হতাশ হয়ে পড়েছে অনেকেই।এদিকে ফসলী নদী চলে যাওয়ায় আরো লোকসানের মুখে পড়েছে তারা।তবে এসব এলাকায় প্রশাসনের পক্ষথেকে কোনো ধরনের সাহা্য্য সহযোতা দিতে দেখা যায়নি।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

আরও অন্যান্য সংবাদ