,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

লক্ষ্মীপুরে অগ্নিকান্ডে ২১টি দোকান ভস্মীভূত দেড় কোটি টাকার ক্ষয়-ক্ষতি

লাইক এবং শেয়ার করুন

কিশোর কুমার দত্ত, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ভয়াবহ অগ্নিকান্ডে ২১টি দোকান পুড়ে গেছে। (আজ) বুধবার বিকেল সাড়ে ৪ টার দিকে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের পোদ্দার বাজারে  এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা। পরে স্থানীয় এলাকাবাসি ও ফায়ার সার্ভিসের ২টি ইউনিট  দেড় ঘন্টা চেষ্টার পর সন্ধ্যা ৬ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী মোহাম্মদ সুমন, আব্দুল ওয়াদুদ ও স্থানীয় বাজার কমিটির সভাপতি আবুল কাশেম জেহাদী জানান, বাজারের রহিম ইলেট্রিক দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুনের সূত্রপাত হয়। এসময় মূহুর্তেই আগুন আশ পাশের দোকান গুলোতে ছড়িয়ে পড়ে। এতে ওই বাজারের সুমনের ৩টি মেটাল ওয়ার্কশপ, মুসলিম মুদি দোকান, জাকির মেকানিক দোকান ও আরিফ থাই গ্লাস দোকান. ইব্রাহীমের বেডিং, আলমগীরের সার দোকান, আবুল বাশারের পোল্ট্রি, আজাদের টিনের দোকানসহ ২১টি দোকান পুড়ে যায়। এসব দোকানীদের মালামাল ও ঘর পুড়ে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্তরা। তবে এ  অগ্নিকান্ডের বিষয়ে ফায়ার সার্ভিসের কেউ গণমাধ্যম কর্মীদের কোন বক্তব্য দিতে রাজি হননি ।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

আরও অন্যান্য সংবাদ