,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

লক্ষ্মীপুরে ৭দিন ব্যাপি কৃষি প্রযুক্তি ও বৃক্ষ মেলার উদ্বোধন

লাইক এবং শেয়ার করুন

কিশোর কুমার দত্ত, লক্ষ্মীপুর # “জীবিকার জন্য গাছ, জীবনের জন্য গাছ”- “অর্থ পুষ্টি স্বাস্থ্য চান, দেশী ফল বেশী খান ”এ শ্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুরে ৭ দিন ব্যাপি কৃষি প্রযুক্তি ও বৃক্ষ মেলা ২০১৬ শুরু হয়েছে। মঙ্গলবার সকালে  বন বিভাগ, কৃষি সম্প্রসারন অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে কালেক্টরেট ভবন প্রাঙ্গণে আনুষ্ঠানিক ভাবে এ বৃক্ষমেলা উদ্বোধন করেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক মোঃ জিল্লুর রহমান চৌধুরী।  ১৯ জুলাই শুরু হওয়া এই বৃক্ষ মেলা চলবে আগামী ২৫ জুলাই পর্যন্ত। মেলায় ২০টা স্টল রয়েছে।

এর আগে কৃষি প্রযুক্তি ও বৃক্ষ মেলা উপলক্ষে সদর উপজেলা পরিষদের প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করে। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গণে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়। উপকূলীয় বন বিভাগ নোয়াখালী অঞ্চলের বিভাগীয় কর্মকর্তা মোঃ আমীর হোসাইন চৌধুরী সভাপতিত্বে  এতে প্রধান অথিতি হিসাবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক মোঃ জিল্লুর রহমান চৌধুরী। অন্যান্যের  মধ্যে বক্ত্যব রাখেন, পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিন, সিভিল সার্জন গোলাম ফারুক ভূঁইয়া, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক গোলাম মোস্তফা, জেলা তথ্য কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আলম, ও বিএমএ জেলা সভাপতি ডাঃ আশফাকুর রহমান মামুন প্রমুখ।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

আরও অন্যান্য সংবাদ