,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে উত্তেজনা, বিজিবি মোতায়েন

লাইক এবং শেয়ার করুন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার উত্তপ্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি মোতায়েন করা হয়েছে। পবিত্র কাবা শরীফ নিয়ে ব্যঙ্গচিত্র করে ফেসবুকে পোস্ট দেয়া সেখানকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। ঘটনায় জড়িত অভিযোগে আটক রসরাজ দাস (৩০) নামে এক যুবকের ফাঁসির দাবি জানানো হয়েছে।

শনিবার বিকেল থেকে ওই যুবকের ফাঁসির দাবিতে স্থানীয়রা সরাইল-নাসিরনগর-লাখাই সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ প্রদর্শন করেন। পরে স্থানীয়দের সঙ্গে বিক্ষোভে যোগ দেন আহলে সুন্নাত ওয়াল জামায়াত। তবে রোববার দুপুর থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে।

১২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. শাহ্ আলী বলেন, জেলা ম্যাজিস্ট্রেটের অনুরোধক্রমে নাসিরনগরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাকি রাখতে এক প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। আটক রসরাজের ফাঁসির দাবিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরেও বিক্ষোভ করেছে মাদরাসা শিক্ষার্থীরা। ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে বিক্ষোভ সমাবেশও করে তারা।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

আরও অন্যান্য সংবাদ