,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

খাগড়াছড়িতে বাস খাদে: শিশুসহ নিহত ৪

লাইক এবং শেয়ার করুন

খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের মাটিরাঙা সাপমারা এলাকায় যাত্রীবাহী বাস খাদে পড়ে দুই শিশুসহ ৪ জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন অন্তত ৩১ জন। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ব্যাঙমারার অরবিন চাকমার ছেলে হৃদ্দি চাকমা, জালিয়াপাড়ার মোসলেম উদ্দিন, খাগড়াছড়ির শালবাগানের মো. আরিফুল ইসলামের ছেলে আল-আমিন (৬) এবং মাটিরাঙ্গার তবলছড়ির মো. বাহার উদ্দিন।

স্থানীয়দের সহযোগিতায় সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার ব্রিগেড কর্মীরা আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতাল ও মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এসময় দলীয় নেতাকর্মীদের নিয়ে উদ্ধার কাজে অংশ নেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা ও মাটিরাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র মো. আলাউদ্দিন লিটন।

আহতদের মধ্যে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ১৪ জন ও মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৭ জন ভর্তি রয়েছেন। মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সব্যসাচী নাথ রুবেল জানান। এসময় হাসপাতালে এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। আহতদের চিকিৎসা দিতে হাসপাতালের চিকিৎসকদের হিমশিম খেতে হচ্ছে। ডা. ক্যাপ্টেন আশরাফ হোসেনের নেতৃত্বে সেনাবাহিনীর একটি চিকিৎসক দল মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা কার্যক্রমে অংশগ্রহণ করে।

এদিকে ঘটনার পরপরই দুর্ঘটনাস্থলে ছুটে যান খাগড়াছড়ির পুলিশ সুপার মো. মজিদ আলী বিপিএম, মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল মো. জিল্লুর রহমান, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম মশিউর রহমান ও সহকারী পুলিশ সুপার (রামগড় সার্কেল) কাজী মো. হুমায়ুন রশীদ প্রমুখ। শেষ খবর পাওয়া পর্যন্ত সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছে বলে নিশ্চিত করেছেন খাগড়াছড়ির পুলিশ সুপার মো. মজিদ আলী। হতাহতদের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

আরও অন্যান্য সংবাদ