,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

কবি মুস্তাক মুহাম্মদের নানার মৃত্যু

লাইক এবং শেয়ার করুন

যশোর : কবি মুস্তাক মুহাম্মদের নানা মো. ইনতাজ মোড়ল গত ৫ আগস্ট রাত ৯টা ৩০ মিনিটে মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারণে  যশোর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ( ইন্না নিল্লাহি ওয়া ইন্না নিল্লাহি রাজিউন) । মৃত্যু কালে মরহুমের বয়েস হয়েছিল ৭৫ বছর। তিনি  সাত ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহি রেখে গেছেন। আজ সকাল ১১টায় মরহুমর নিজ বাসভবণে জানাজার পর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

মরহুমের রূহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর  সমবেদনা জানিয়েছেন- কবি পদ্মনাভ অধিকারী, বিদ্রোহী সাহিত্য পরিষদ, যশোরের সভাপতি কবি অধ্যাপক সামসুজ্জামান, সাবেক সভাপতি কবি এ ডি এম রতন, সহসভাপতি কবি সাংবাদিক কাজী রকিবুল ইসলাম,  সহসভাপতি কবি আমির হোসেন মিলন , সম্পাদক কবি সাংবাদিক  গোলাম মোস্তফা মুন্না , সহসম্পাদিকা কবি এ্যাড. নুরজাহান আরা নীতি , বাঁকড়া কপোতাক্ষ সাহিত্য পরিষদের সভাপতি এবং বাঁকড়ার আলো’র সম্পাদক কবি মুহাম্মদ আবুল কালাম আজাদ , সম্পাদক কবি আলহাজ কওছার আলি প্রমুখ ।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

আরও অন্যান্য সংবাদ