,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

ঝিনাইদহে স্কুলছাত্র এক বছর ধওে নিখোঁজ থানায় জিডি !

লাইক এবং শেয়ার করুন

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ সদর উপজেলার চাপড়ী গ্রামের হাসান আলী নামের দশম শ্রেণীর এক স্কুল ছাত্র এক বছর ধরে নিখোঁজ রয়েছে। বৃহস্পতিবার তার মা সুন্দরী বেগম ঝিনাইদহ সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেন। পুলিশ জানায়, সদর উপজেলার মধুপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র হাসান আলী এক বছর আগে প্রাইভেট পড়ার কথা বলে বাড়ী থেকে বের হয়। তারপর আর বাড়ি ফিরে আসেনি। সে বিদেশ যাওয়ার জন্য একটি পাসপোর্ট করেছিল। পাসপোট নম্বর অউ ৫৭৩২৩৬৯।

নিখোঁজ ছাত্রের মা সুন্দরী বেগম জানান, নিখোঁজ হওয়ার ৭/৮ দিন পর বাড়িতে ফোন দিয়ে বলেছিল সে ভালো আছি। একটি চাকরি করছি। তারপর থেকে পরিবারে সাথে ছেলে হাসান আলীর কোন যোগাযোগ নেই তার। এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ওসি হরেন্দ্র নাথ সরকার জানান, এ বিষয়ে থানায় একটি জিডি হয়েছে। আমরা খোঁজ খবর নিচ্ছে।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

আরও অন্যান্য সংবাদ