,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

ঝিনাইদহে বিরোধপূর্ণ জমিতে বিনা প্ল্যানে অবকাঠামো নির্মাণ

লাইক এবং শেয়ার করুন

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ # ঝিনাইদহ শহরের ব্যাপারীপাড়ায় বিরোধপূর্ণ একটি জমিতে রাতের আধারে পাকা ভবন তৈরীর অভিযোগ উঠেছে। ঝিনাইদহ পৌরসভার কোন প্ল্যান ছাড়াই এই ভবন তৈরী করছেন ব্যাপারী পাড়ার আজিজার রহমানের ছেলে রফিকুল ইসলাম ডাবলু। এই জমিতে আদালতের তখন স্থিতি অবস্থা জারী ছিল। অভিযোগ পাওয়া গেছে ঝিনাইদহ শহরের গণি মস্তান সড়কের ৩২৪ নং দাগে ১৮ শতক জমি আছে। এই জমির মালিক ঝিনাইদহ শহরের ব্যাপারীপাড়ার নজের আলী দফাদারের ছেলে আনিছুর রহমান। পরবর্তী এই জমির মালিকানা দাবী করে মামলা করেন রফিকুল ইসলাম ডাবলু। মামলাটি এখনো আদালতে বিচারাধীন রয়েছে।

আইনজীবীদের অভিমত আদালতের অনুমতি ব্যাতিত বিচারাধীন মামলার জমিতে কোন অবকাঠামো নির্মান করা যায় না। তারপরও ঝিনাইদহ পৌরসভা থেকে কোন প্ল্যান পাস করা হয়নি। ঝিনাইদহ পৌরসভার জরিপ বিভাগ সুত্রে জানা গেছে, গণি মস্তান সড়কের ৩২৪ নং দাগে ১৮ শতক জমির কোন প্ল্যান করা হয়নি। পৌরসভার জরিপ বিভাগের প্রধান হাবিবুর রহমান ও সার্ভেয়ার রিপন এ তথ্য নিশ্চিত করেন।

ব্যাপারীপাড়ার আনিছুর রহমান জানান, জমির প্রকৃত মালিক আমি। এই জমির কারণে রফিকুল ইসলাম ১৯৯৮ আমার নামে ডাকাতি মামলা করে। অথচ ওই জমিতে তখন কোন বাড়ি ঘর ছিল না। সে সময় ওই জমিতি বাড়িঘরের গায়েবী অস্তিত্ব তুলে ডাকাতির মামলা সাজানো হয়। আমার মতো বৃদ্ধ মানুষ তার বাড়িতে আমি ডাকাতি করেছি। আমি সুবিচার চাই। বিষয়টি নিয়ে রফিকুল ইসলামের বক্তব্য জানতে তার অফিস ও বিরোধপুর্ন জমিতে গেলে তাকে পাওয়া যায়নি। তার ম্যানেজারও মোবাইলে কথা বলার জন্য নাম্বার দিতে রাজি হয়নি।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

আরও অন্যান্য সংবাদ