,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

জাতীয় পার্টির ফেস্টুন প্রকাশ্যে উধাও

লাইক এবং শেয়ার করুন

জেলা প্রতিনিধি, বগুড়া :
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ছবি সম্বলিত ফেস্টুন প্যানা প্রকাশ্যে উধাও এবং ছিঁড়ে লন্ডভন্ড করার ঘটনা ঘটেছে।

বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলা সদরের প্রানকেন্দ্র যাত্রী ছাউনী সংলগ্ন বড় আকারের ফেস্টুন প্রায় তিনবছর পূর্বে থেকেই ছিল।
পৌর জাতীয় পার্টির সদস্য সচিব নজরুল ইসলাম ও পৌর সকল নেতাকর্মীদের যৌথ ছবি সম্বলিত বেশকিছু ফেস্টুন শহর এলাকায় লাগানো হয়।
গত সোমবার পাল্টে যায় চিত্র। ফেস্টুনগুলো প্রকাশ্যেই উধাও হয়ে যায়।
এনিয়ে এলাকায় নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। জাপা নেতাকর্মীদের মাঝেও চাপা ক্ষোভ লক্ষ্য করা গেছে।
 
নন্দীগ্রাম উপজেলা জাপার সভাপতি হাজী নুরুল আমিন বাচ্চু বলেন, কয়েকজনের সাথে নজরুলের দ্বন্দ্ব চলে আসছে। তারা এঘটনা ঘটিয়ে থাকতে পারে।
পৌর যুব সংহতির সদস্য সচিব রাকিব হাসান জানান, হঠাতই শহরে সকালে এসেই দেখি ফেস্টুন উধাও। বিষয়টি আমি উপজেলা ও পৌর জাপার নেতৃবৃন্দকে জানাই। তবে কারা এই ঘটনা ঘটিয়েছে তা আমার অজানা।
 
এপ্রসঙ্গে নন্দীগ্রাম পৌর জাপার সদস্য সচিব নজরুল ইসলাম মুঠোফোনে বলেন, যারা আমাকে এলাকায় ডিষ্টাব করছে, তারাই এই ঘটনা ঘটিয়েছে। দিবারাত্রী শহরে লোকজন থাকে, অথচ আমার ফেস্টুন উধাও হলে কেউ জানেনা।
ফেস্টুন চুরি করে জাতীয় পার্টির জনপ্রিয়তা ছিঁনিয়ে নেয়ার দিবাস্বপ্ন দূষ্কৃতকারিদের সফল হবেনা।

লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

আরও অন্যান্য সংবাদ