,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

জাতীয় হিজরী নববর্ষ উদযাপন পরিষদের আলোচনা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

লাইক এবং শেয়ার করুন

ফয়সাল শরীফ, চট্টগ্রাম # জাতীয় হিজরী নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে ১ম বারের মত বায়তুল মোকাররম জাতীয় মসজিদ সংলগ্ন ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে হিজরী নববর্ষ ১৪৩৮ বরণ উপলক্ষে আয়োজিত “আলোচনা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান” জাতীয় হিজরী নববর্ষ উদযাপন পরিষদের চেয়ারম্যান আল্লামা শাহ মুহাম্মদ আহসানুজ্জামান সভাপতিত্বে ৩০ সেপ্টেম্বর (শুক্রবার) যথাযত মর্যাদার সাথে সম্পন্ন হয় । আয়োজনে উপস্থিত ছিলেন হিজরী নববর্ষ উদযাপন পরিষদ চট্টগ্রাম’র চেয়ারম্যান পীরে ত্বরিকত মুহাম্মদ গোলামুর রহমান আশরাফ শাহ, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ নুরুল হক চিশতী, প্রস্তুতি কমিটির আহবায়ক মুহাম্মদ আবদুল হাকিম ও সচিব মুহাম্মদ ইমরান হুসাইন তুষার ।

হামদ, না’ত, গজল, দেশাত্মবোধকসহ ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনায় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শায়ের ও  শিল্পীবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আল-হাসসান ইসলামী সাংস্কৃতিক ফোরাম (চট্টগ্রাম)’র মুহাম্মদ জানে আলম রেজা, আর-রেজা ইসলামী শিল্পী গোষ্ঠি (চট্টগ্রাম)’র মুহাম্মদ রেজাউল মোস্তফা কায়সার, মুহাম্মদ ইমরান হোসাইন, আ’লা হযরত শিল্পী গোষ্ঠি (মোহাম্মদপুর, ঢাকা)’র মুহাম্মদ মিনহাজুল আবেদীন, মুহাম্মদ সোহেল রেজা ও আহসানিয়া শিল্পী গোষ্ঠি (নারিন্দা, ঢাকা)’র মুহাম্মদ আমিনুল ইসলাম প্রমুখ । অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন সৈয়দ মুহাম্মদ বরুদ্দোজা জুনায়েদ, মুহাম্মদ রেজাউল করিম, মুহাম্মদ মুহিববুল্লাহ সিদ্দিকী, মুহাম্মদ মোখলেছুর রহমান, খাজা মুহাম্মদ সাইফুল হক আখন্দ, মুহাম্মদ গোলাম জিলানী, মুহাম্মদ সাহাব উদ্দিন মীর, মুহাম্মদ ওয়ালি উল্লাহ ও মুহাম্মদ গোলাম পাঞ্জেতন প্রমুখ ।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

আরও অন্যান্য সংবাদ