,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

রাবিতে মঞ্চনাটক ‘প্রাগৈতিহাসিক’ প্রদর্শিত

লাইক এবং শেয়ার করুন

জি.এ.মিল্টন, রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মঞ্চনাটক ‘প্রাগৈতিহাসিক’ প্রদর্শিত হয়েছে। গতকাল বিকেলে দুটি শো’তে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে নাটকটি মঞ্চায়িত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ড্রামা এসোসিয়েশনের (রুডা) ৫৮তম প্রযোজনা এ নাটকটি। মানিক বন্দ্যোপাধ্যায়ের রচিত এ নাটকটির নির্দেশনায় ছিলেন জিল্লুর রহমান টিটন।

নাটকটিতে ‘দরিদ্র-পীড়িত বাংলার মানুষের সমাজের প্রতিচ্ছবি, সমাজে নারীদেরকে হেয় প্রতিপন্নসহ নারীদের বিভিন্ন কষ্ট ও অভাবের প্রবিচ্ছবি ফুটিয়ে তোলা হয়েছে। তবে নাটকটিতে দেখা যায়, শত কষ্ট, অভাব থাকলেও সংসারে নারীদের ভালবাসার কোন কমতি ছিলো না।

আয়োজক কমিটি সূত্র জানায়, ‘নাটকটিতে নিম্ন আয়ের দরিদ্র-পীড়িত বাংলার মানুষের সমাজচিত্র তুলে ধরা হয়েছে, অপরদিকে ভিকু ডাকাতের কুইচ্ছার বহিঃপ্রকাশ ফুটিয়ে তোলা হয়েছে। তারা বলছেন, নাটকটিতে আমরা গ্রাম বাংলার খেটে খাওয়া মানুষের জীবনচিত্র তুলে ধরার চেষ্টা করেছি।’

নাটকটিতে অভিনয় করেছেন খাইরুল ইসলাম সবুজ, সুব্রত কুমার ভৌমিক, তাসমী তামান্না তৃষা, ফারজানা সুলতানা, আতোয়ার রহমান মারুফ, সুতপা বর্মন, মনির হোসাইন, হোসেল রানা হিরো, আকাশ কুমার, অনুরাধী দেবী, সঞ্চিতা দাস, নাজমুল হক মিথুন, আব্দুর রহিম মামুন, প্রসেনজিৎ মিশ্রি, মুহিদ হাসান বাপ্পা।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

আরও অন্যান্য সংবাদ