,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

রাবির হিসাববিজ্ঞান বিভাগ :সান্ধ্যকালীন এমবিএ কোর্সে ভর্তি পরীক্ষা ১৬ জুন

লাইক এবং শেয়ার করুন

জি.এ.মিল্টন, রাবি প্রতিনিধি # রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগে সান্ধ্যকালীন এমবিএ কোর্সের ভর্তি পরীক্ষা আগামী ১৬ জুন অনুষ্ঠিত হবে। ভর্তির আবেদন গত বুধবার থেকে শুরু হয়েছে। এ আবেদন প্রক্রিয়া চলবে আগামী ১৫ জুন পর্যন্ত। বৃহস্পতিবার দুপুরে বিভাগীয় সভাপতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মো. মাঈন উদ্দীন জানান, সান্ধ্যকালীন এমবিএ কোর্সে ভর্তির জন্য যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ¯œাতক পাস কোর্স, অর্নাস অথবা মাস্টার্স ডিগ্রি অর্জনকারীরা আবেদন করতে পারবেন। আবেদনকারী তিন ক্যাটাগরিতে যেকোন একটির বেশি তৃতীয় বিভাগ থাকলে আবেদন করতে পারবেন না। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিভাগের সভাপতি প্রফেসর হুমায়ন কবীর, প্রফেসর সালমা বানু ও প্রফেসর তাজুল ইসলাম।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

আরও অন্যান্য সংবাদ