,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

রাবিতে ‘জঙ্গিবাদ নিরসনে যুবকদের ভূমিকা’ শীর্ষক আলোচনাসভা

লাইক এবং শেয়ার করুন

জি.এ.মিল্টন, রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘জঙ্গিবাদ নিরসনে যুবকদের ভূমিকা’ শীর্ষক দিনব্যাপি এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বিজ্ঞান ভবনের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সেমিনার রুমে দিনব্যাপি এ আলোচনাসভার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বিপিএম।

আলোচনা সভাটি কমনওয়েলথ পিস এ্যাম্বাসেডর নেটওয়ার্ক (সিওয়াইপিএন) ও বিশ্ববিদ্যালয় শাখা স্টুডেন্ট কমিউনিটি পুলিশের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সুমাইয়া রহমান কান্তি সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা প্রফেসর মিজানুর রহমান, শহীদ সুখরঞ্জদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) ভারপ্রাপ্ত পরিচালক প্রফেসর টিএমএম নূরুল মোদ্দাসের চৌধুরী ও লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ড. ফারাহা নওয়াজ।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, স্টুডেন্ট কমিউনিটি পুলিশ ক্যাম্পাসে শান্তি, শৃংখলা রক্ষার্থে পুলিশকে সহায়তা করবে। কমিউনিটি পুলিশ যে তথ্য দিবে সে অনুযায়ী ক্যাম্পাসে নিরাপত্তার ব্যবস্থা করবে পুলিশ। শিক্ষার্থীকে নিজেদের দায়বন্ধতা থেকে কাজ করার আহ্বান জানান তিনি। বিশ্ববিদ্যালয় ছাত্র উপদেষ্টা স্টুডেন্ট কমিউনিটির এধরণের কর্মকা-ে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মুরসালিন ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শিজুর সঞ্চালনায় আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে এক কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রকৌশল ও প্রযুক্তি (রুয়েট), রাজশাহী কলেজ থেকে ১৪০ জন শিক্ষার্থী অংশ নেয়।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

আরও অন্যান্য সংবাদ