,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

নানা আয়োজনে রাবিতে মুজিবনগর দিবস পালিত

লাইক এবং শেয়ার করুন

জি.এ.মিল্টন, রাবি প্রতিনিধি : নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মুজিবনগর দিবস পালিত হয়েছে। দিবসটি  উপলক্ষে র‌্যালি, সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সোমবার পৃথক পৃথক ভাবে র‌্যালি সমাবেশ আলোচনা সভার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, রাবি শাখা ছাত্রলীগ, মেহেরপুর ছাত্র ইউনিয়ন সংঘ ও বিশ্ববিদ্যালয়ের পাঠক ফোরাম।  

দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে আলোচনায় সভার আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর সায়েন উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট চিন্তক-গবেষক-লেখক প্রফেসর সনৎকুমার সাহা। আলাচনাসভায় স্বাগত বক্তব্য রাখেন, মুজিবনগর দিবস উদ্যাপন কমিটির আহ্বায়ক সামাজিক বিজ্ঞান অনুষদের অধিকর্তা প্রফেসর ফয়জার রহমান।
ছাত্র-উপদেষ্টা প্রফেসর মিজানুর রহমানের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে রেজিস্ট্রার প্রফেসর মুহাম্মদ এন্তাজুল হক, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আসাবুল হক, প্রক্টর প্রফেসর মুজিবুল হক আজাদ খান, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মশিহুর রহমান, টিএসসিসির ভারপ্রাপ্ত পরিচালক প্রফেসর টিএমএম নুরুল মোদ্দাসের চৌধুরীসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এদিকে দিবসটি উপলক্ষে দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর হলের সামনে সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। সমাবেশের আগে গ্রন্থাগারের পেছনে তাদের দলীয় টেন্ট থেকে তারা একটি র‌্যালি বের করে। র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে সমাবেশে মিলিত হয়। সেখানে তারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। সমাবেশে রাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর সঞ্চালনায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া, ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি আনিকা ফারিহা জামান অর্না, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রাজু, বিভিন্ন হলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।মুজিরনগর দিবসকে জাতীয়করণ করার দাবিতে সকাল সাড়ে ১০টার দিকে ক্যাস্পাসে র‌্যালি বের করেছে মেহেরপুর ছাত্র ইউনিয়ন সংঘ। র‌্যালিটি বিশ্ববিদ্যায়ের টুকিটাকি চত্বর থেকে বের হয়ে ক্যাস্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে গিয়ে শেষ হয়।
এছাড়াও দিবসটি উপলক্ষে বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যারয়ের ডিন্স কমপ্লেক্সের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের পাঠক ফোরাম। ফোরামের সাধারণ সম্পাদক উম্মে কুলছুম কনির সঞ্চালনায় আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর আব্দুল খালেক। আলোচক হিসেবে ছিলেন রাবির সমাজকর্ম বিভাগের সভাপতি প্রফেসর সাদেকুল আরেফিন, অর্থনীতি বিভাগের প্রফেসর ইলিয়াছ হোসেন।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

আরও অন্যান্য সংবাদ