,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

রাবিতে বৈশাখী ‘ফ্লাশ মব’

লাইক এবং শেয়ার করুন

জি.এ.মিল্টন, রাবি প্রতিনিধি: দিন পেরোলেই বাঙ্গালীর প্রাণের উৎসব ‘পহেলা বৈশাখ ১৪২৪’। পুরানো বছরের গ্লানি মুছে নতুন দিন, নতুন প্রত্যাশায় নতুন বছরকে বরণ করতে বাঙ্গালী জাতির আবেগের যেন কমতি নেই। বৈশাখী উম্মাদনায়  রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনুষ্ঠিত হয়েছে ‘ফ্লাশ মব’। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর এবং কাজী নজরুল ইসলাম মিলনায়তনের সামনে ফ্লাশ মব উন্মাদনায় মেতে উঠে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে বৈশাখী গানের সাথে সাথে নাচে অংশ নেয় ৩০-৩৫ জন তরুণ-তরুণী।
ফ্লাশ মব আয়োজনের সাথে জড়িত মৃৎশিল্প ও ভাষ্কর্য বিভাগের শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ বুলবুল বলেন, নতুন বছরকে বরণ করতে চারুকলা অনুষদ তিন দিনব্যপী কর্মসূচি হাতে নিয়েছে। এরই অংশ হিসাবে আমরা এ ফ্লাশ মবের আয়োজন করেছি। উল্লেখ্য, ‘ফ্লাশ মব’ বলতে হঠাৎ একদল লোকের রাস্তায় নেমে পড়া বোঝায়। যখন ভিন্ন ভিন্ন শ্রেণীর/বিশৃঙ্খল জনতা হঠাৎ করে কিংবা নির্দিষ্ট সময় পরপর কোন পাবলিক প্লেসে একত্রিত হয়ে বিনোদন, নির্দিষ্ট বিষয়ের উপর ব্যঙ্গ-কাব্য করা অথবা তার পজিটিভ নেগেটিভ সাইট তুলে ধরা অথবা নিজেদের আলাদা প্রতিভা প্রদর্শনের করে, তখন ঐ বিশৃঙ্খল জনগোষ্ঠীকে বলা হয় ফ্লাশ মব।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

আরও অন্যান্য সংবাদ