,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

আই ইউ বি এ টি বিশ্ববিদ্যালয়ে রোবোটিক্স প্রতিযোগিতা ও প্রজেক্টফেয়ার অনুষ্ঠিত

লাইক এবং শেয়ার করুন

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজি (আই ইউ বি এ টি বিশ্ববিদ্যালয়) এর ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ কতৃক আয়োজিত এবং আই ইউ বি এ টি রোবোটিক্স ক্লাব(আই আর সি) কতৃক পরিচালিত ‘রোবোটিক্স প্রতিযোগিতা ও প্রজেক্ট ফেয়ার-২০১৭’  বিশ্ববিদ্যালয়ের ওপেন অডিটোরিয়াম এবং স্টাডি এরিনায়, উত্তরা, ঢাকায় ৩০ শে মার্চ ২০১৭ তারিখে অনুষ্ঠিতহয়।

আই ইউ বি এ টি বিশ্ববিদ্যালয়ের ইইই, এম ই ও সি এস ই ইঞ্জিনিয়ারিং ছাত্রছাত্রীদের দ্বারা সম্পন্ন পঁচিশটিরও বেশি আকর্ষণীয়ও বাস্তব সম্মত প্রকল্প গুলো মেলায় প্রদর্শিত হয়। চারটি লাইন ফলোয়ার রোবোটিক্স দল এই প্রকল্প মেলার একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। রোবোটিক্স দল ‘স্পন্দন’ এবং ‘ফিউরিয়াস বয়েজ’ যথাক্রমে চ্যাম্পিয়ন এবং রানার্স-আপ পুরস্কার লাভ করে।অধ্যাপক ড.খাজা মুহাম্মদ সুলতানুল আজিজ, বিশিষ্ট অধ্যাপক, কলেজ অব আর্টস অ্যান্ড সায়েন্সেস এই প্রকল্প মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ড.বিশ্বজিৎ সাহা,  আহ্বায়ক ও তার কমিটির সদস্যবৃন্দ ড.রাইসুল আমিন, রাজিন আহমেদ, রেজোয়ানাবিনতে আরিফ, এসএম রেজাউল করিম, ফিরুজ আহমেদ নাহিদ এবং কামরুজ্জামান ‘রোবোটিক্স প্রতিযোগিতা ও প্রজেক্টফেয়ার ২০১৭’ সফলতার সহিত সম্পন্ন করেন।

আই ইউ বি এ টি রোবোটিক্স ক্লাব(আই আর সি) এর প্রেসিডেন্ট(ভারপ্রাপ্ত) কামরুজ্জামান জানান, এই ধরনের মেলা প্রথমবার অনুষ্ঠিত হলেও ছাত্র ছাত্রীদের সারা ছিল ব্যাপক। ইনশাআল্লাহ্‌ ভবিষ্যতে এই মেলায় সারা বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করবে এবং আই ইউ বি এ টি বিশ্ববিদ্যালয় রোবোটিক্স দুনিয়ায় এক নতুন দৃষ্টান্ত স্থাপন করবে। এই  ইভেন্টটিতে ছাত্র-ছাত্রীদের প্রতিভা, আগ্রহ ও সামর্থ্য প্রতিফলিত হয় এবং স্বতঃস্ফূর্ত ছাত্র-ছাত্রী ও দর্শক উপস্থিতিতে প্রজেক্টফেয়ারটি সফলতা ও সমৃদ্ধি লাভ করে।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

আরও অন্যান্য সংবাদ