,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

শাবিপ্রবিতে ছাত্র-শিক্ষক বিতর্ক

লাইক এবং শেয়ার করুন

দেলোয়ার হোসেন, সাস্ট প্রতিনিধি # শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সর্বপ্রাচীন বিতর্ক সংগঠন শাহজালাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি [এসইউডিএস] আগামী ৩রা এপ্রিল ২০১৭; রোজ সোমবারে ‘ছাত্র-শিক্ষক বিতর্ক’ এর আয়োজন করতে যাচ্ছে। এসইউডিএস বিগত ২৫ বছর ধরে বিতর্কের মাধ্যমে যুক্তির আলো ছড়িয়ে দেয়ার জন্য বিভিন্ন আয়োজন করে আসছে। এর আগেও ২০০৯, ২০১০, ২০১১, ২০১২ এবং ২০১৩ সালে সংগঠনটি ‘ছাত্র-শিক্ষক বিতর্ক’ এর আয়োজন করেছে।

সংসদীয় ধারার এ বিতর্কে এইবারের বিষয়, “এই সংসদ মনে করে যে, পৃথিবীতে ভালোবাসা বলে কিছু নেই, সবই মিডিয়ার সৃষ্টি।” বিষয়টির পক্ষে অবস্থান করবে শাবিপ্রবির শিক্ষার্থীরা আর বিপক্ষে অবস্থান করবেন শাবিপ্রবির সম্মানিত শিক্ষকমন্ডলী। এবারের আয়োজনে সম্মানিত শিক্ষকমন্ডলীর মধ্যে অংশগ্রহণ করবেন, বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল, জিইই বিভাগের সহকারি অধ্যাপক নুসরাত জাহান কলি এবং আইআইসিটি বিভাগের সহকারি অধ্যাপক সায়মা সুলতানা চৌধুরী। (সাস্ট নিউজের সংবাদ বিজ্ঞপ্তি)


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

আরও অন্যান্য সংবাদ