,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

জড়িতদের বিরুদ্ধে যুবলীগের ব্যবস্থা নেয়ার প্রত্যয়

লাইক এবং শেয়ার করুন

জি.এ.মিল্টন,রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের দুই শিক্ষার্থীকে মারধরের ঘটনায় জড়িত যুবলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে যাচ্ছে রাজশাহী মহানগর যুবলীগের নেতাকর্মীরা।

বুধবার বিকেলে মহানগর যুবলীগের তিন সদস্যের এক প্রতিনিধি দল ক্যাম্পাসে এসে ভুক্তভোগী শিক্ষার্থীদের সাথে সাক্ষাৎ শেষে এ সিদ্ধান্ত নিয়েছেন তারা। প্রতিনিধি দলের সদস্যরা হলেন-মাহমুদ হাসান খান ইতু, রায়হানুল ইসলাম রয়েল ও আশিকুর রহমান।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে প্রতিনিধি দলের সদস্যরা ভিকটিমদের সাথে কথা বলেন।

মাহমুদুল হাসান খান ইতু জানান, সেদিনের ঘটনায় মারধরের শিকার দুই শিক্ষার্থীর সাথে তারা কথা বলেছেন। কারা, কীভাবে শিক্ষার্থীদের মারধর করেছে, তা ভিকটিমদের কাছে থেকে জেনেছেন।

মাহমুদুল হাসান ইতু আরও জানান, শিক্ষার্থী মারধরের ঘটনায় জড়িততের চিহ্নিত করা হয়েছে। আগামী পাঁচ দিনের মধ্যে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, গত সোমবার রাত ৯টার দিকে মির্জাপুর এলাকায় বিশ্ববিদ্যালয়ের এনামুল হক পলাশ ও সুজন মিয়া নামের ওই শিক্ষার্থীকে মারধর করে স্থানীয় যুবলীগের নেতাকর্মীরা। এরপরের দিন থেকে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন শিক্ষার্থীরা।

 


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

আরও অন্যান্য সংবাদ