,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

ইসলামী বিশ্ববিদ্যলয়ের আইকিউএসি-র ২ দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

লাইক এবং শেয়ার করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে দু’দিনব্যাপী কর্মশালা সম্পন্ন হয়। বুধবার  সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় আইকিউএসি’র সেমিনার কক্ষে ‘ব্লুম’স টেক্সোনমি অব লার্নিং অ্যান্ড পোস্ট সেলফ অ্যাসেসমেন্ট ইমপ্রুভমেন্ট শীর্ষক  এ কর্মশালার সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়।

কর্মশালায় রিসোর্স সদস্য হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের আইকিউএসি বিশেষজ্ঞ প্রফেসর সঞ্জয় কুমার অধিকারী। কর্মশালায় ইসলামী বিশ্ববিদ্যালয় আইকিউএসি এর পরিচালক অধ্যাপক ড. কে এম আব্দুস সোবহানের পরিচালনায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড.কাজী আখতার হোসেন। প্রধান অতিথি হিসেবে সমাপনী অনুষ্ঠান উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য  ড. আসকারী বলেছেন, ‘আইকিউএসিতে ভালো পারফরমেন্সের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের গুনগতমান বৃদ্ধি করা সম্ভব। ইসলামী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক স্টাফদের মান বিশ্বমানের। আমাদের ছাত্র-ছাত্রীদের মানও অনেক উন্নত। আমাদের শিক্ষকদের মেধা ও যোগ্যতা নিয়ে ভাইস চ্যান্সেলর হিসেবে আমি অত্যন্ত সন্তুষ্ট।’ তিনি আইকিউএসি কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের উদ্দেশ্যে আরো বলেন, প্রকল্পের মেয়াদকালের মধ্যেই সব কার্যক্রম সম্পন্ন করতে হবে। এসময় অংশগ্রহণকারী শিক্ষকদের কাছে সেলফ অ্যাসেসমেন্টের প্রতিবেদন যতদ্রুত সম্ভব প্রস্তুত এবং জমা দেওয়ার আহ্বান জানানো হয়। সমাপনী অনুষ্ঠানে অনেকের মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান বক্তব্য রাখেন।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

আরও অন্যান্য সংবাদ