,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠিত

লাইক এবং শেয়ার করুন

মেহেদী জামান লিজন, বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে রবিবার বিশ্ববিদ্যালয়ের গাহি সাম্যের গান মঞ্চে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম।

ওরিয়েন্টেশন বক্তা হিসেবে বক্তব্য রাখেন আইটি আইকন এবং বিজয় কীবোর্ডের উদ্ভাবকমোস্তফা জব্বার।  নবীনদের উদেশ্যে তিনি বলেন, ‘আর যাই করো না কেন মা, মাতৃভাষা ও মাতৃভূমির বিষয়ে কখনও কোন সমঝোতা করবে না।’ আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের  ট্রেজারার প্রফেসর এ এম এম শামসুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন  প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম এবং কলা অনুষদের ডীন প্রফেসর ড. মুশাররাত শবনম। এছাড়া আলোচনা সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ জাহিদুল কবীর এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মোঃ হুমায়ুন কবীর। আলোচনা সভা উপস্থাপনা করেন থিয়েটার এন্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের প্রভাষক জনাব মোঃ মাজহারুল হোসেন তোকদার।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

আরও অন্যান্য সংবাদ