,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

রাবিতে আন্তঃকলেজ অ্যাথলেটিক্স প্রতিযোগিতা শুরু

লাইক এবং শেয়ার করুন

জি.এ.মিল্টন,রাবি প্রতিনিধি:রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৩৯তম আন্তঃকলেজ এ্যাথলেটিক্স প্রতিযোগিতা শুরু হয়েছে। রোববার সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন-ফেস্টুন ও পায়রা উড়িয়ে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন।

দুই দিনব্যাপী এ প্রতিযোগিতায় ৪১টি ইভেন্টে ১৭টি টিমের প্রায় একশত পঞ্চাশ জন প্রতিযোগী অংশ নিচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অংশগ্রহণকারী খেলোয়াড়দের কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন।

এছাড়া এসময় অংশগ্রহণকারী হলের প্রাধ্যক্ষ ও অধিভুক্ত কলেজ দলের প্রধানগণ নিজ নিজ দলের পতাকা উত্তোলন করেন। এরপর কৃতি খেলোয়াড় হিসেবে শিরিন আক্তার ও কামরুল ইসলাম মশাল প্রজ্জ্বালন করেন। অনুষ্ঠানে খেলোয়াড়দের পক্ষে জাকিয়া সুলতানা ও আসলাম হোসেন এবং ক্রীড়া কর্মকর্তাদের পক্ষে ছাত্র-উপদেষ্টা অধ্যাপক মো. মিজানুর রহমান শপথবাক্য পাঠ করেন।

এসময় অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, কোষাধ্যক্ষ অধ্যাপক সায়েন উদ্দিন আহমেদ, অ্যাথলেটিক্স এন্ড একুয়াটিক্স সাব-কমিটির সভাপতি অধ্যাপক শিবলী সাদিক, অনুষদ অধিকর্তা, হল প্রাধ্যক্ষ ও বিভাগীয় সভাপতিবৃন্দ, প্রক্টর অধ্যাপক মজিবুল হক আজাদ খান, শরীরচর্চা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক চৌধুরী মনিরুজ্জামানসহ সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। আগামীকাল সোমবার বিকেলে প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।#

 


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

আরও অন্যান্য সংবাদ