,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

রাবিতে বার্ষিক উদ্ভিদবিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত

লাইক এবং শেয়ার করুন

জি.এ.মিল্টন, রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বাংলাদেশ উদ্ভিদবিজ্ঞান সমিতির বার্ষিক উদ্ভিদবিজ্ঞান সম্মেলন-২০১৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করেন রাবি উপাচার্য অধ্যাপক ড. মুহম্মদ মিজানউদ্দিন।
বাংলাদেশ উদ্ভিদবিজ্ঞান সমিতির সহ-সভাপতি অধ্যাপক আতিকুর রহমানের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান এবং জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের অধিকর্তা অধ্যাপক সাইফুল ইসলাম ফারুকী।

অনুষ্ঠানে সম্মেলন সাংগঠনিক কমিটির সম্পাদক অধ্যাপক গোলাম কবীর স¦াগত বক্তৃব্য দেন এবং রাবি উদ্ভিদবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক মুহম্মদ নূরুল আমিন ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রাবি ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল সায়েন্সেস-এর পরিচালক অধ্যাপক মনজুর হোসেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণা সম্পর্কে এবং বাংলাদেশ উদ্ভিদবিজ্ঞান সমিতির মহাসচিব অধ্যাপক শেখ শামিমুল আলম সমিতির কর্মকা- সম্পর্কে বক্তৃতা করেন।

অনুষ্ঠানে অতিথিরা এই সম্মেলন বাংলাদেশ উদ্ভিদ বৈচিত্র্যের বর্তমান অবস্থা, তা সংরক্ষণে নীতি প্রণয়ন ও এর ব্যবস্থাপনা সম্পর্কে দিক-নিদের্শনামূলক কর্মকৌশল গ্রহণে সহায়ক হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন। সম্মেলন উদ্বোধনের পর প্লেনারি সেশনে মূল প্রবন্ধ পাঠ করেন বিশিষ্ট উদ্ভিদবিজ্ঞানী অধ্যাপক ইকবাল জুবেরী। পরে অনুষ্ঠিত দুটি টেকনিক্যাল সেশনে যথাক্রমে ৩০ ও ২৬টি প্রবন্ধ উপস্থাপিত হয়। এছাড়া পোস্টার সেশনে ৯টি পোস্টার প্রদর্শিত হয়।

এই সম্মেলনে বাংলাদেশ ও বিদেশ থেকে প্রায় দুইশো উদ্ভিদবিজ্ঞানী, পরিবেশবিদ, শিক্ষক, গবেষক ও সংশ্লিষ্ট ক্ষেত্রের পেশাজীবী অংশ নেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন বিভাগের অধ্যাপক সাবরিনা নাজ এবং সহকারী অধ্যাপক এম এফ আলী হায়দার।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

আরও অন্যান্য সংবাদ