,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

রাবির আইবিএ’র চতুর্থ গ্রাজুয়েশন উৎসব শনিবার

লাইক এবং শেয়ার করুন

জি.এ.মিল্টন,রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইন্সটিটিউট অব বিজনেস এ্যাডমিনিট্রেশনের (আইবিএ) চতুর্থ গ্রাজুয়েশন উৎসব আগামী শনিবার অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে আইবিএ ভবনের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

সম্মেলনের লিখিত বক্তব্যে আইবিএ’র পরিচালক প্রফেসর মু. রফিকুল ইসলাম বলেন, এক্সিকিউটিভ এমবিএ, সান্ধ্যকালীন এমবিএ, দিবাকালীন এমবিএ ও বিবিএ’র এমবিএ মোট ৪৪৮ জন শিক্ষার্থীকে সনদপত্র দেয়া হবে। গ্রাজুয়েশন উৎসবে প্রতিটি বিভাগ থেকে ৩ জন করে মোট ১২ জন শিক্ষার্থীকে স্বর্ণ পদক প্রদান করা হবে।

সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, গ্রাজুয়েশন উৎসবে বিশ্ববিদ্যায়ের উপাচার্য প্রফেসর মিজানউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন, বিশেষ অতিথি হিসেবে থাকবেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর আব্দুল মান্নান, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান, রাজশাহী সদর সাংসদ ফজলে হোসেন বাদশা, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য এম শাহ নওয়াজ আলি প্রমুখ।

এতে স্বাগত বক্তা হিসেবে থাকবেন আইবিএ’র পরিচালক প্রফেসর মুহাম্মদ রফিকুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে ধন্যবাদজ্ঞাপন করবেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর এম এন্তাজুল হক।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রফেসর এ কে শামসুদ্দোহা, ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের প্রফেসর মুহসিন-উল ইসলাম, প্রফেসর হাছানাত আলী, সহযোগী অধ্যাপক গোলাম আরিফ প্রমুখ।#

 


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

আরও অন্যান্য সংবাদ