,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

শাবিপ্রবি ক্যাম্পাসে ডিডিএফ-এর শিক্ষক-শিক্ষার্থী বিতর্ক ২৪ জানুয়ারি

লাইক এবং শেয়ার করুন

আগামী ২৪ জানুয়ারি মঙ্গলবার বিকাল পাঁচটায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটোরিয়ামে শাবিপ্রবির প্রথম ও একমাত্র বিভাগভিত্তিক বিতর্ক সংগঠন ‘ডেল্টা ডিবেটারস ফ্যাক্টরি (ডিডিএফ)’-এর আয়োজনে অনুষ্ঠিত হবে বিশেষ শিক্ষক-শিক্ষার্থী বিতর্ক। শাবিপ্রবি গণিত সমিতির বিতর্ক উইং-এর আওতায় পরিচালিত গণিত বিভাগের সংগঠনটির ‘১ম বর্ষপূর্তি উদযাপন উৎসব’ উপলক্ষে বিতর্কটির আয়োজন করা হয়েছে। বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে, ‘বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় ড্রপের জন্য শিক্ষার্থীরাই দায়ী’।

বিতর্কে বিষয়ের পক্ষে থাকবেন শিক্ষার্থীবৃন্দ এবং বিপক্ষে থাকবেন শিক্ষকবৃন্দ। এর আগে গত ২১ ডিসেম্বর বুধবার ডিডিএফ-এর বর্ষপূর্তির দিন বিতর্কটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তা স্থগিত হয়। ডিডিএফ-এর মহাসচিব ও উৎসবের আহ্বায়ক রীনা পাল সকল বিতর্কপ্রেমীকে বিতর্কটি উপভোগ করতে আসার জন্য সাদর আমন্ত্রণ জানিয়েছেন। উল্লেখ্য, প্রায় তিন বছর পর শাবিপ্রবি ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থী বিতর্ক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

প্রচারে-

সৈয়দ তানভীর রেজা

প্রচার ও জনসংযোগ সম্পাদক
ডেল্টা ডিবেটারস ফ্যাক্টরি (ডিডিএফ)
মুঠোফোন: ০১৬৭৩৯০৮১১৩


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

আরও অন্যান্য সংবাদ