,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

নর্থ সাউথ: এক সেমিস্টার অনুপস্থিতিতে ছাত্রত্ব বাতিল

লাইক এবং শেয়ার করুন

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কোন শিক্ষার্থী এক সেমিস্টার অনুপস্থিত থাকলে ওই শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল করা হবে। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

দেশে আলোচিত কয়েকটি জঙ্গি হামলায় জড়িতদের মধ্যে নর্থ সাউথের কয়েকজন শিক্ষক-শিক্ষার্থীর নাম উঠে আসায় এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

জরুরি বৈঠক সিদ্ধান্ত হয়, এখন থেকে এক সেমিস্টার অনুপস্থিত থাকলে ওই শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল করা হবে। ইতোমধ্যে এক সেমিস্টার অনুপস্থিত কমপক্ষে ৫০জন শিক্ষার্থীর খোঁজ মিলেছে বলে বৈঠকে জানানো হয়। জানা গেছে, কয়েকজন শিক্ষকও আছেন নজরদারীতে।

জঙ্গি তৎপরতায় নর্থ সাউথের কতিপয় শিক্ষার্থীর সম্পৃক্ততার খবরে সরকারের পক্ষ থেকে কঠোর হওয়ার ইঙ্গিত দেয়া হয়েছে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম বলেছেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কী শিক্ষা দেয়া হয়, তা খোঁজ নিয়ে এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

আরও অন্যান্য সংবাদ