,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ‘সিএসই ফেস্ট’১৬ শুরু আগামীকাল

লাইক এবং শেয়ার করুন

জি.এ.মিল্টন, রাবি প্রতিনিধি: রাজশাহীর বেসরকারী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ‘সিএসই ফেস্ট-২০১৬’ শুরু হচ্ছে আগামীকাল বুধবার। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ (সিএসই) দু’দিন ব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করেছে। মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এ প্রতিযোগিতায় প্রোগ্রামিং কনটেস্ট, আইসিটি অলিম্পিয়াড, গণিত অলিম্পিয়াড, প্রজেক্ট শো ও গেমিং কনটেস্টে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৪৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে। ৮ ডিসেম্বর পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এ প্রতিযোগিতা শেষ হবে।

সম্মেলনে আরো জানানো হয়, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক সাইদুর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক হাফিজুর রহমান খান, উপাচার্য অধ্যাপক ড.ওসমান গণি তালুকদার, উপ-উপাচার্য অধ্যাপক ড.নুরুল হোসাইন চৌধুরী প্রমুখ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের প্রভাষক সামিয়া সুলতানা, আশরাফুল ইসলাম, ফয়সাল ইমরান ও আশরাফুল  ইসলাম প্রমুখ।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

আরও অন্যান্য সংবাদ