,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

রাবিতে সূচির নোবেল প্রত্যাহারের দাবি

লাইক এবং শেয়ার করুন

জি.এ.মিল্টন, রাবি প্রতিনিধি: মিয়ানমারে মুসলমনদের উপর যে নির্মম হত্যাকা- ও নির্যাতন চালানো হচ্ছে, তাদেরকে হত্যাকা-ের প্রতিবাদে সারা বিশ্ব উত্তাল হয়ে গেলেও সেই দেশে শান্তিতে নোবেল পাওয়া নারী অংসান সুচি আজ মুলমান রোহিঙ্গাদের জন্য কিছুই করছে না। তাদেরকে উপর নির্মমভাবে হত্যাকা- চালানো হচ্ছে কিন্তু তিনি তাতে কোনো সাড়া দিচ্ছিন না। তাই নোবেল কমিটির উচিৎ তার নোবেল ফিরিয়ে নেয়া। আমরা তার নোবেল প্রত্যাহারের দাবি জানচ্ছি।

বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সাধারন শিক্ষার্থীদের ব্যানারে আয়েজিত মানববন্ধনে এসব কথা বলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মানববন্ধনে প্রায় দুই শতাধীক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা বলেন, মিয়ানমারে মুসলমানদেরকে পুড়িয়ে মারা হচ্ছে, তাদেরকে হত্যা করা হচ্ছে, তাদের বাড়িঘর অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয়া হচ্ছে। অথচ সেই দেশে একজন নোবেল বিজয়ী নারী আছে যিনি তার কোনো প্রতিবাদ করছে না। তাদের কোনো ব্যবস্থা করছে না। তাই আমরা চাই তার নোবেল যেন নোবেল কমিটি ফিরিয়ে নেয়।

বক্তার আরো বলেন,  রোহিঙ্গাদের উপর যে নির্মম হত্যাকা- চালানো হচ্ছে, তাদেরকে যেভাবে নির্যাতন করা হচ্ছে, মুসলমান মা বোনদের ধর্ষণ করা হচ্ছে কিন্তু তাতে কোনো প্রতিবাদ করা হচ্ছে না। আমাদের দেশের জাতিসংঘ থেকে কি লাভ আর ও আই সি থেকে কি লাভ।  আমরা চাই আমাদের দেশের সরকার যেন সেই মুসলিম রোহিঙ্গাদের জায়গা করে দেয়। তাদেরকে যেন আর সেই দেশে ফিরে যেতে না হয়। যারা এই নির্মম হত্যাকা- ও নির্যাতন চালাচ্ছে তাদের বিচারের আওতায় এনে শান্তির দাবি জানান বক্তারা।

মানববন্ধনে দর্শন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আব্দুল আজিজের সঞ্চালনায় বক্তব্য দেন, সমাজবিজ্ঞান বিভাগের প্রফেসর আব্দুর রহমান সিদ্দীকী, পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক ড. কামরুজ্জামান, রাবি শাখার মুক্তিযোদ্ধা কমা-ার আবুল কারাম আজাদ, বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের মাস্টাসের্র শিক্ষার্থী ইমরুল শেখ ইমু, ইসলামিক স্টাডিস বিভাগে চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহফুজ, সমাজ বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আলতাফ প্রমুখ।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

আরও অন্যান্য সংবাদ