,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

ব্রাহ্মণবাড়িয়ায় হামলা : প্রতিবাদে রাবিতে সনাতন ধর্মাবলম্বীদের মিছিল ও মানববন্ধন

লাইক এবং শেয়ার করুন

জি.এ.মিল্টন রাবি প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর-মন্দিরে অগ্নিসংযোগ, ভাঙচুর ও সন্ত্রাসী হামলায় জড়িতদের শাস্তির দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদী মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে সনাতন ধর্ম সংঘ এ মানববন্ধন কর্মসূচি পালন করে।
 
মানববন্ধনে প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক আনন্দ কুমার সাহা বলেন, ‘যখন মসজিদে আজান হয় তখন আমি নীরব থাকি। আমরা শিখেছি, এসময় কোনও বাদ্য যন্ত্র বাজবে না, কোনও ঘন্টা বাজবে না। আমরা সম্প্রীতি নিয়ে থাকতে চাই। কিন্তু কিছু সংখ্যক সাম্প্রদায়িক শক্তি আছে, যাদের কারণে এসব ঘটনা পুনরাবৃত্তি হচ্ছে। প্রতিনিয়ত বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যে হামলা, নির্যাতন, হত্যাযজ্ঞ চলছে তার প্রতিবাদ আর কত দিন করা যায়? তাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে।’

বঙ্গবন্ধু পরিষদের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক চিত্তরঞ্জন মিশ্র বলেন, ‘আমরা এমন ঘটনার পুনরাবৃত্তি চাইনা। আবার এ ঘটনা যাতে ভিন্ন খাতে প্রবাহিত করে কোনও জঙ্গি সংগঠন ফায়দা নিতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে।’ এসময় বক্তারা জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

মানববন্ধনে সনাতন ধর্ম সংঘের সভাপতি ড. কমল কৃষ্ণ বিশ্বাসের সভাপতিত্বে আরও বক্তব্য দেন ভাষা (সংস্কৃত) বিভাগের অধ্যাপক নিখিল রঞ্জন বিশ্বাস, ফোকলোর বিভাগের সহকারী অধ্যাপক আমিরুল ইসলাম প্রমুখ। এদিকে, নাসিরনগরসহ দেশব্যাপী সাম্প্রদায়িক আক্রমণ ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলা বিভাগ। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ কর্মসূচির আয়োজন করা হয়।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

আরও অন্যান্য সংবাদ