,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

‘শোককে শক্তিতে রূপান্তরিত করে বঙ্গবন্ধুর আদর্শকে বাস্তবায়ন করবো’

লাইক এবং শেয়ার করুন

জি.এ.মিল্টন, রাবি প্রতিনিধি: আজকে আমারা আমাদের এই শোক র‌্যালিতে শুধু শোক জ্ঞাপন করবো না বরং শোককে শক্তিতে রূপান্তরিত করে বঙ্গবন্ধুর আদর্শকে বাস্তবায়ন করবো। সেই আদর্শকে কথা দিয়ে নয়, কাজ দিয়ে প্রমান করবো। বঙ্গবন্ধু এ জাতিকে একত্রিত করেছিলেন এবং তাদের স্বপ্ন দেখিয়েছিলেন। আর সেই স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে চলেছিলেন। যার কারণে আজ আমরা একটি স্বাধীন জাতি।

রোববার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজশাহী বিশ^বিদ্যালয়ের প্রশাসন কর্তৃক আয়োজিত শোক সমাবেশে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহম্মদ মিজানউদ্দিন এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মু. এন্তাজুল হকের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন এবং উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান।

এর আগে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে থেকে তিন সহস্রাধিক শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে একটি শোক র‌্যালি বের করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, ইনস্টিটিউট, হল, বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ এবং বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন র‌্যালিতে অংশ গ্রহন করে।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

আরও অন্যান্য সংবাদ