,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

শোক দিবস উপলক্ষে রাবি প্রশাসনের বিভিন্ন কর্মসূচি

লাইক এবং শেয়ার করুন

জি.এ.মিল্টন, রাবি প্রতিনিধি: ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদত দিবস ও জাতীয় শোক দিবস উপলক্ষে দুই দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন। সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মশিহুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ্য করা হয়, ১৪ আগস্ট রোববার সকাল ১০টায় সিনেট ভবন প্রাঙ্গণে কালো ব্যাচ ধারণ ও শোক র‌্যালি এবং ১৫ আগস্ট সোমবার সূর্যোদয়ের সাথে সাথে প্রশাসন ভবন, আবাসিক হল ও অন্যান্য ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা ও কালো পতাকা উত্তোলন করা হবে। এরপর সকাল সাড়ে ৭ টায় কালো ব্যাজ ধারণ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এছাড়াও বাদ জোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে কোরআনখানি ও মিলাদ মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানানো হয়।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

আরও অন্যান্য সংবাদ