,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

জঙ্গিবাদের কুফল সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করার আহ্বান রাবি উপাচার্যের

লাইক এবং শেয়ার করুন

জি.এ.মিল্টন, রাবি প্রতিনিধি # সন্ত্রাস ও জঙ্গিবাদী কর্মকা- রুখতে শিক্ষার্থীদের জঙ্গিবাদের কুফল সম্পর্কে সচেতন করার আহ্বান জােিয়ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে মতবিনিময়কালে শিক্ষকদের প্রতি এ আহবান জানান তিনি। মত বিনিময় সভায় উপাচার্য বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধের পাশাপাশি এ ধরনের কর্মকা- থেকে সকলকে বিরত রাখার জন্য তাদের জঙ্গিবাদের কুফল ও ভয়াবহ পরিণতির কথা জানাতে ও বুঝাতে হবে। আমাদের শিক্ষার্থীদের বুঝাতে হবে যে, সমাজ তথা দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের কোনও স্থান নেই।

একই সাথে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি নিয়মিতভাবে পর্যবেক্ষণ ও বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের পাশাপাশি নিয়মিত পরীক্ষা ও ফলাফল প্রকাশের প্রতিও বিশেষ গুরুত্ব আরোপ করেন তিনি। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন,বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, কোষাধ্যক্ষ অধ্যাপক সায়েন উদ্দিন আহমেদ, রেজিস্ট্রার অধ্যাপক মু. এন্তাজুল হকসহ অনুষদ অধিকর্তা, বিভাগীয় সভাপতি, ইনস্টিটিউট পরিচালক, হল প্রাধ্যক্ষগণ।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

আরও অন্যান্য সংবাদ